December 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত গোটা বাংলা লক ডাউন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এ যেন ঠিক আমে দুধের সঙ্গে আঁটিও এক হয়ে গেল। মারণভাইরাস করোনার কোপে একত্র করে দিল রাজ্য রাজনীতির শাসক, বিরোধী সকলকে। সোমবার সর্বদলীয় বৈঠকের পর সবদলের সদস্যদের একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলায় লক ডাউন নিয়েও হয়েছে নতুন সিদ্ধান্ত। সোমবার বিকেল ৫টা থেকে কলকাতা সহ রাজ্যের জেলা সদর ও বেশ কিছু পুরো অঞ্চল লক ডাউনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, মঙ্গলবার নয়া নির্দেশিকা অনুযায়ী বন্ধ থাকবে গোটা রাজ্য। অর্থাৎ এইদিন বিকেল ৫টা থেকে ৩১ মার্চ পর্যন্ত গোটা বাংলা লক ডাউনের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

লকডাউনের সময় জন সাধারণকে ঘরে থাকার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী। লকডাউন থাকাকালীন মিলবে অত্যাবশ্যকীয় পণ্য ও পরিষেবা। এর আগে রাজ্যে ২৭ মার্চ পর্যন্ত লকডাউনের সময়সীমা ছিল। মঙ্গলবার লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করলেন মুখ্যমন্ত্রী।

কিন্তু এই লক ডাউনের জেরে দিন আনা দিন খওয়া মানুষ দের কী হবে, সে কথা মাথায় রেখে নবান্নে ‘প্রচেষ্টা’ নামে নয়া প্রকল্পের কথা ঘোষণা করলেন মমতা, যেখানে সমাজের অসাংগঠনিক ঠিকা শ্রমিকদের জন্য মাসিক ১ হাজার টাকা বিশেষ আর্থিক অনুদানের কথা ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর এইসব সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছেন সব দলের নেতৃত্বরা। ফলে করোনার করাল গ্রাস ঠেকাতে এককাট্টা যে সবাই, তা আরও একবার স্পষ্ট।