December 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পূর্ব মেদিনীপুরে করোনা সচেতনতায় রকমারি ভাবি সেজে পোস্টার

নিজস্ব প্রতিনিধি:– করোনার আতঙ্কের জেরে এবার ত্রাহি ত্রাহি রব সমগ্র বিশ্ব জুড়ে। আর এই মারন করোনা ভাইরাসের সংক্রমনকে আটকাতে রাজ্য প্রশাসন ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে মঙ্গলবার থেকে লক ডাউনের নির্দেশ দেয়া হয়। কিন্তু জন কল্যান স্বার্থে এই নির্দেশ থাকার সত্ত্বেও কিছু ও অসচেতনতা মূলক ব্যক্তি স্বাস্থ্য দপ্তরের নির্দেশ না মেনে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে। বারবার রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে ব্লক স্বাস্থ্য দপ্তরের নির্দেশ না মেনেই এভাবেই ঘোরাঘুরি করছে।

আর সেই সব মানুষগুলোকে সচেতন দেওয়ার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এলাকার এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিনব উদ্যোগ নিয়েছে তারা। এদিন নানা রকমারি ভাবি সেজে ওই সব মানুষ গুলোকে সচেতন করছে এই স্বেচ্ছা সেবী সংগঠন, যাদের পোস্টার এর মধ্যে লেখা আছে আমি সেই ভাইরাস “হয় বাড়ি যা না হলে মরবি”এই রকমই কিছু সচেতন মূলক পোস্ট লিখে এলাকায় ঘুরে প্রচার করল এই সংগঠন, যা দেখে আপ্লুত এলাকার মানুষ।