করোনা সতর্কতায় রাজ্যসহ দেশ জুড়ে জারি হয়েছে লকডাউন। সোমবার বিকাল ৫ টা থেকে রাজ্য সহ দেশ জুড়ে লকডাউন কার্যকারী হয়েছে। কিন্তু অনেক এলাকায় দেখা যাচ্ছে কোন কারন ছাড়াই মানুষ রাস্তায় বিচরণ করছে। আগেই সরকার থেকে জানানো হয়েছিল লকডাউনের নিয়ম না মানলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। সোমবার সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে স্পষ্ট জানিয়েছেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। রাতে ফের টুইট করে অনুজ শর্মা জানালেন যে, নির্দেশ অমান্য করায় সোমবার লকডাউনের পর কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে ২৫৫ জনকে। তাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৮৮ ধারায় মামলা হয়েছে। কোনও চায়ের দোকান বা রাস্তার উপর খাবারের দোকান খোলা থাকলে সেগুলি বন্ধ করতে বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এ ছাড়াও অকারণে কেউ ঘোরাঘুরি করছে কি না, সেদিকেও নজর দিচ্ছে পুলিশ। সূত্রের খবর, লালবাজার পুলিশ জানিয়েছে, লকডাউনের নিয়ম লঙ্ঘন করলে সেই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ১৮৮ ধারায় মামলা করা যায়। এছাড়াও সংক্রামক ব্যাধি ও বিপজ্জনক সংক্রামক ব্যাধি ছড়ানোর অভিযোগে ২৬৯ ও ২৭০ ধারায় মামলা দায়ের করা হতে পারে। তাই পুলিশের পক্ষ থেকে বারবার প্রত্যেককে অনুরোধ জানানো হচ্ছে যে, কেউ যেন অহেতুক রাস্তায় বের না হন। কেউ যদি কোন সমস্যায় পড়েন, তাঁকে ১০০ ডায়ালে ফোন করে সাহায্য চাইতে বলা হয়েছে। পুলিশ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।