December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

CAA বিরোধিতায় পদ্মশ্রী সম্মান ফেরানোর সিদ্ধান্ত উর্দু সাহিত্যিক মুজতবা হোসেনের

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় তোলপাড় গোটা দেশ। আর এই আন্দোলনকারিদের ভয়াবহ প্রতিবাদে
আতঙ্কের পরিস্থিতি গোটা দেশ ও রাজ্যে। আর ঠিক এই পরিস্থিতিতে CAA বিরোধিতায় পদ্মশ্রী সম্মান ফেরানোর
সিদ্ধান্ত নিলেন উর্দু সাহিত্যিক মুজতবা হোসেন। স্বাধীনতার আগে ১৫ জুলাই, ১৯৩৬ সালে হায়দরাবাদ থেকে প্রায়
দেড়শো কিলোমিটার দূরের চিনচোলিতে জন্মেছিলেন মুজতবা হোসেন। ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন তিনি।
বরাবরই সাহিত্যচর্চার দিকে ঝোঁক ছিল তাঁর। একটি উর্দু পত্রিকায় লেখালেখির কাজ শুরু করেন মুজতবা হোসেন।
হাস্যরসে ভরা তাঁর লেখা পড়ে মুগ্ধ হয়েছেন বহু পাঠক। বিভিন্ন রাজ্যের সাহিত্য পুরস্কার পেয়েছেন তিনি। তাঁর সাফল্যের
ঝুলিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ উর্দু অ্যাকাডেমির পুরস্কার এবং ২০০৭ সালে পদ্মশ্রী পান উর্দু সাহিত্যিক। কিন্তু ধর্মের ভিত্তিতে
নাগরিকত্বর বিরুদ্ধে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে দমবন্ধ হয়ে যাচ্ছে। বিবেক কুড়ে কুড়ে খাচ্ছে। এর চেয়ে বেশি
আর ধৈর্য রাখতে পারছি না। তাই বর্তমান পরিস্থিতিতে পদ্মশ্রী ফেরানোর সিদ্ধান্ত নিয়েছি।” উর্দু সাহিত্যিক পদ্মশ্রী
ফেরানোর সিদ্ধান্তের পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন।