January 3, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

এখনো অভাব সতর্কতার, লক ডাউন নিয়ে কড়া কেন্দ্র

নোভেল করোনাভাইরাসের প্রকোপে দেশের ৭৫ এর বেশি জেলায় লকডাউনের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রের পরামর্শ অনুযায়ী আরও কিছু জেলায় লকডাউন করা হয়েছে। এই সময়ের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাড়ির বাইরে পা রাখতে নিষেধ করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ এই নির্দেশ মানছেন না বলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে। তাতেই এ দিন রাজ্যগুলির কাছে নোটিস জারি করে কেন্দ্র। তাতে বলা হয়, সরকারি নির্দেশের লঙ্ঘন চোখে পড়লে এ বার থেকে ১৮৮ ধারায় পদক্ষেপ করতে হবে।

আর এবার লক ডাউন এর ক্ষেত্রে আরো বেশি কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র. করোনা নিয়ে সাধারণ মানুষ এখনো গাফিলতি দেখাচ্ছে বলে ইতোমধ্যেই আক্ষেপ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী.

তার পরই কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হল, লকডাউন কার্যকর করতে প্রয়োজনে কড়া পদক্ষেপ করতে হবে।