December 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মৃত্যুপুরি ইটালি, কোভিড-১৯-র জেরে বিশ্বজুড়ে ভয়াবহ পরিস্থিতি

কোভিড-১৯ আক্রান্ত হয়েছে প্রায় ১৮৮টি দেশ। সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ইতালি। ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ৭৯৩। রোজ যে হারে মৃত্যুমিছিল বাড়ছে, তা শেষপর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, তা ভেবে সন্দিহান ইতালি সরকার। ইউরোপের এই দেশটির ভয়াবহ অবস্থা দেখে, বাকি বিশ্বও আতঙ্কিত। ক্যালিফর্নিয়া প্রদেশ পুরোপুরি তালাবন্দি করে ফেলার কথা ঘোষণা করেছেন সেখানকার সরকার।

আগামী দু’তিন সপ্তাহে চিকিৎসা সরঞ্জামে টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে নিউ ইয়র্কে। সেখানে জরুরি-পরিষেবার সঙ্গে জড়িত কর্মীদের ছাড়া বাকি সব পেশার মানুষকে বাড়িতে থাকতে বলছেন গভর্নর। সোমবার থেকে লক ডাউনের পথে ভারতের একাধিক রাজ্যও। এরই মধ্যে মৃত্যু মিছিল বিশ্ব জুড়ে।

এই মুহূর্তে নোভেলকরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮ হাজার ২৩১ জন। এর মধ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৬৭। জার মধ্যে রয়েছে ভারতের ৮ মৃতও। রবিবার পর্যন্ত পরিসংখ্যান টা ঠিক এমনই। এই ভয়ঙ্কর মহামারী থেকে বাঁচার কি উপায়? সেই প্রশ্নের উত্তরের খোঁজেই রয়েছেন বিশেষজ্ঞরা।