বিশ্বজুড়ে ছড়িয়েছে করোনা ত্রাস। সরকার প্রতিদিন বাড়াচ্ছে তৎপরতা। প্যানডেমিকের আকার নেওয়া এই করোনাভাইরাসে এই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে আক্রান্তের সংখ্য়া ছাড়াল ২ লাখ ১৯ হাজার ২৬৫। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮,৯৬৮ জনের। বৃহস্পতিবার সকালে ভারতে করোনা আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭০। কড়া সতর্কতা জারি করা হয়েছে সর্বত্রই । পাশাপাশি বৃহস্পতিবার করোনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার প্রধানমন্ত্রীর দফতর টুইট করে জানায়,”১৯ মার্চ রাত ৮টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী। কোভিড-১৯ ও তার মোকাবিলা নিয়ে আলোচনা করবেন তিনি।” অন্যদিকে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে বৃহস্পতিবার থেকে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। ৩১ মার্চের পর পরীক্ষার পরবর্তী সময়সূচি ঘোষণা করা হবে। পাশাপাশি দেশজুড়ে আইসিএসই এবং আইএসসি পরীক্ষা স্থগিত করা হল। বৃহস্পতিবার সকালে ‘কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস’-এর তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ জানিয়েছেন, ১৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত সমস্ত পরীক্ষা স্থগিত থাকছে।