December 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সোমবার আস্তা ভোট চায় বিজেপি

আগামী সোমবার বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা মধ্যপ্রদেশ বিধানসভায়। আর ওইদিনই বিধানসভার অধ্যক্ষকে আস্থা ভোট করানোর নির্দেশ দিলেন রাজ্যপাল লালজী ট্যান্ডন। শনিবার রাজ্যপালকে চিঠি লিখে বিধানসভায় আস্থাভোট নেওয়ার দাবি জানালেন তিনি।, পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী কমল নাথকেও চিঠি দিয়ে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এরপরই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে দেশের রাজনৈতিক মহলে। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে যে চিঠি দিয়েছেন তাতে উল্লেখ করা হয়েছে, সংবিধানের ১৭৪ ও ১৭৫(২) অনুচ্ছেদ অনুযায়ী এই নির্দেশ দিচ্ছি যে আগামী ১৬ মার্চ সকাল ১১ টার সময় আমার ভাষণের পর মধ্যপ্রদেশ বিধানসভার অধিবেশন শুরু হবে। তারপর শুধু আস্থা ভোটের কাজই হবে।