বিশ্বজুরে লাগাতার কেটে ফেলা হচ্ছে গাছ, নির্বিচারে অরণ্য ধ্বংসের জন্য রোজই ঘরহারা হচ্ছে হাজার হাজার প্রাণী। এরকমই এক ভিডিও এবার প্রকাশ্যে এল। তাতে দেখা গিয়েছে জঙ্গলের বড় বড় গাছ কাটতে ব্যবহার করা হচ্ছে পেল্লাই এক্সক্যাভেটর। আর নিজের ঘর বাঁচানোর ব্যর্থ চেষ্টা করতে একটি ওরাং ওটাং হাত দিয়ে বাঁধা দিচ্ছে ওই মেশিনটিকে। সে যাতে যন্ত্রের দ্বারা আহত না হয়, তাই মাটিতে দাঁড়িয়ে থাকা দুই কর্মী ছুটে গিয়ে যন্ত্রটিকে বন্ধ করতে বলে।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী পরভিন কাসওয়ান এই ভিডিওটি নিজের স্যোশাল সাইটে পোস্ট করতেই নিমেশে তা হয়ে গিয়েছে ভাইরাল। তিনি লিখেছেন, ওরাংওটাংরা বেশির ভাগ সময় গাছের উপরেরই থাকে। এখন কেবল বোর্নিও এবং সুমাত্রা দ্বীপেই পাওয়া যায় ওরাংওটাংদের। এদের খুব বুদ্ধিমান প্রাণী মনে করা হয়। এখন এই সুন্দর প্রাণীগুলি লুপ্তপ্রায়ের তালিকায় সামিল হয়ে গিয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় ১৯ হাজার বার দেখা হয়েছে। শেয়ার হয়েছে কয়েকশো বার।