করোনার আতঙ্ক ও রাশিয়া-সৌদি আরবের দড়ি টানাটানিতে অপরিশোধিত তেলের দাম তলানিতে ঠেকেছে। ঠিক সেই সময় দেশের পেট্রল ও ডিজেলের শুল্ক একধাক্কায় লিটার পিছু তিন টাকা বাড়িয়ে দিল সরকার। একইসঙ্গে আরও একাধিক শুল্কও বাড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল কেন্দ্র সরকার। শনিবার কলকাতায় ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে লিটার পিছু ৬৪.৯১ টাকা। পেট্রলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ৭২.৬৮ টাকা। এই দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক্সাইজ ডিউটির পাশাপাশি বাড়ানো হয়েছে রোড সেসও। পেট্রলের ক্ষেত্রে লিটারে এক টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে রোড সেস এবং ডিজেলের ক্ষেত্রে লিটারে ১০ টাকা রোড সেস বৃদ্ধি করা হয়েছে।