কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা! তুমিও ভেবে দেখো কলকাতা! যাবে কিনা যাবে আমার সাথে!’ প্রাক্তন সিনেমার এই গানের দৃশ্য কলকাতাকে যেন নতুন করে চিনতে শিখিয়েছিল। আমাদের শহরের চারপাশে কত কীই-না আছে, কিন্তু কতটুকুই বা আমরা জানি! কেই-বা আমাদের চিনতে, জানতে শেখায় সেখানকার ইতিহাস!
এবার শীতের মরশুম শুরুর মুখেই পরিবহণ দপ্তরের উদ্যোগে শুরু হতে চলেছে ‘কলকাতা দর্শন’। ডিসেম্বরের গোড়াতেই শহর এবং শহরতলির দ্রষ্টব্য স্থানগুলোকে পর্যটকদের ঘুরিয়ে দেখানো হবে। সঙ্গে থাকবে গাইড। এসি বাসে করে তিনি শহর ঘোরাবেন দেশি-বিদেশি পর্যটকদের। মূলত শনি ও রবিবার এবং যে কোনও সরকারি ছুটির দিনগুলোয় এই প্যাকেজ টুর করানো হবে এসি ভলভো বাসে |

More Stories
সাতসকালে কলকাতায় ভূমিকম্প
রাতের শহরে ভয়াবহ দুর্ঘটনা
রবিবার মেট্রো পরিষেবা শুরু হতেই দেখা দিল সমস্যা