November 22, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

রবিবার মেট্রো পরিষেবা শুরু হতেই দেখা দিল সমস্যা

ফের মেট্রো যন্ত্রণা! রবিবার মেট্রো পরিষেবা শুরু হতেই দেখা দিল সমস্যা। রক্ষণাবেক্ষণের কাজের জন্য দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে ব্যাহত মেট্রো চলাচল। ছুটির দিন হলেও দুর্ভোগ যাত্রীদের। ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছে। খুব তাড়াতাড়ি বাকি স্টেশনগুলির মধ্যে পরিষেবা শুরু করা হবে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগে থেকেই ঠিক করে রাখা রক্ষণাবেক্ষণের কাজের জন্য পাওয়ার ব্লক নেওয়া হয় শনিবার রাতে। সেই কাজ রবিবার সকালে মেট্রো পরিষেবা শুরু হওয়ার আগেই শেষ হওয়ার কথা ছিল। তবে রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত কর্মীদের নিরাপত্তার কথা ভেবে পাওয়ার ব্লকের সময়টি কিছুটা বাড়ানো হয় বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সেই কারণেই পরিষেবা ব্যাহত হয়। তবে জানা গিয়েছে, ১০টার পর পরিষেবা স্বাভাবিক হয়েছে। রবিবার সকালে যাত্রী কম হওয়ায় খুব বেশি সমস্যা হয়নি। কিন্তু ইডেনে চলছে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ। অনেকেই মেট্রো পথ ব্যবহার করতে পারেনি।