নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে বঙ্গে। কলকাতাতেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে রয়েছে। রবিবারের পর থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, এমনই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে। বেলা বাড়লে সেই কুয়াশার পরিমাণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজ, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় আড়াই ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে সেই তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৪৮ শতাংশ। আকাশ পরিষ্কার থাকছে। আগামী কয়েক দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

More Stories
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীতের দাপট দেখা যাচ্ছে বঙ্গে
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা
বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি