November 23, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত

বদ্ধমূল ধারণাকে সঙ্গী করে আর ঘরের কোণে বদ্ধ নন মহিলারা। সমস্ত বেড়াজাল পেরিয়ে খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্রে দাপিয়ে বেড়ান তাঁরা। আজকের পৃথিবীতে দাঁড়িয়েও কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত। স্বাভাবিকভাবেই তাঁর মন্তব্য নিয়ে নানামহলে উঠেছে বিতর্কের ঝড়।

ঠিক কী বলেন কঙ্গনা? তাঁর দাবি, “এশিয়ার প্রতিটি পরিবারের সঙ্গে আপনারা কথা বলে দেখতে পারেন। বিশেষ করে, দ্বিতীয়বার কন্যাসন্তান হলে আরও বিষয়টি বোঝা যায়। হতেই পারে, কোনও পরিবার খুবই উচ্চশিক্ষিত। তাঁরা দেখাতে চান, তাঁদের চোখে ছেলে ও মেয়ে দুইই সমান। কিন্তু আমি বলছি, মেয়ে হওয়ার পরে সকলের মধ্যে এই বিষয়টা নিয়ে চিন্তা হয়। এমনকি অভিনেতা-অভিনেত্রী এবং বড় পরিবারেও একই ছবি দেখা যায়।” সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন একথা বলেন তিনি। সমাজের যেকোনও স্তরের মানুষের মধ্যে কন্যাসন্তান নিয়ে ধারণা সম্পর্কে কথা বলতে গিয়ে বেফাঁস কথা বলেন সাংসদ।