January 5, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

অবশেষে সব মামলায় জামিন

অবশেষে সব মামলায় জামিন। এবার জেলমুক্তির অপেক্ষায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ, সোমবার বিশেষ সিবিআই আদালতে আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপরই আদালত পার্থের জামিন মঞ্জুর করে। জেলমুক্তির নির্দেশ দেওয়া হয়। জামিনের জন্য শর্ত হিসেবে ৯০ হাজার টাকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়। সেই টাকাও জমা পড়ে গিয়েছে বলে খবর। বিশেষ সিবিআই আদালত থেকে রিলিজ অর্ডার আলিপুর আদালতের সিজেএমের এজলাসে যাবে। সেখান থেকেই তা জমা পড়বে প্রেসিডেন্সি জেলে। তারপর ঘরে ফেরা বলে খবর।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ইডি ও সিবিআই মামলার তদন্ত শুরু করে। একে একে মামলার জামিন হতে থাকে তাঁর। তবে সব মামলায় জামিন না পাওয়ায় জেলমুক্তি হচ্ছিল না। সেপ্টেম্বর মাসে কলকাতা হাই কোর্টে জামিন পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।জামিন পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় সিবিআইয়ের দেওয়া আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হওয়ার পরই জেল থেকে মুক্তি পেতে পারেন পার্থ।