
ভারত-চিন বিমান পরিষেবা চালু হওয়ার কথা গতকালই ঘোষণা করেছে বিদেশ মন্ত্রক। সেই ঘোষণাকে স্বাগত জানাল কলকাতার চিনা কনসুলেট। সেই সঙ্গে কনসুলেটের তরফে জানানো হয়েছে, চলতি মাসের শেষদিকেই আকাশপথে জুড়ে যাবে কলকাতা-চিন। কলকাতা থেকে সরাসরি গুয়াংঝৌ পর্যন্ত চলবে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান। দুই দেশের বাণিজ্য এবং পর্যটনে উন্নতি হবে নতুন বিমান পরিষেবার মাধ্যমে, আশাবাদী চিনা কনসুলেট।
বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, দুই দেশের অসামরিক বিমান চলাচল বিভাগের মধ্যে ভারত-চিন বিমান পরিষেবা নিয়ে আলোচনা হয়েছে। দীর্ঘ আলোচনার পরে দুই ঐক্যমত্যে এসেছে যে, ফের দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু করা যেতে পারে। এই পরিষেবা চালু হলে তা যে দুই দেশের মধ্যে যোগাযোগ আরও সহজ করবে তাও জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফেই জানা গিয়েছিল, চলতি মাসের শেষদিকে সরাসরি বিমান পরিষেবা শুরু হবে ভারত-চিনের মধ্যে।
More Stories
শুল্কযুদ্ধের মাঝেই মোদির সঙ্গে বৈঠক করলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
শেষরাতে ভয়াবহ দুর্ঘটনা জয়পুর-আজমেঢ় জাতীয় সড়কে
বিষাক্ত’ কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে