October 13, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ভ্লাদিমির পুতিনের ৭৩তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭৩তম জন্মদিন। তাঁকে ফোন করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, ফোনালাপে দুই রাষ্ট্রনেতা আলোচনা করেছেন ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার বিষয়ে। পাশাপাশি মোদি জানিয়েছেন, পুতিনকে ভারতে স্বাগত জানাতে উন্মুখ হয়ে রয়েছে তাঁর সরকার।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্কযুদ্ধের’ মাঝেই ডিসেম্বরে ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্টকে মোকাবিলার জন্য প্রাথমিকভাবে দুই বন্ধু কৌশলগত বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। তবে বৈঠকে আরও বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর।