October 13, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

পুজোর মুখে বিপর্যয়ের কবলে উত্তরের পাহাড়-সমতল

পুজোর মুখে বিপর্যয়ের কবলে উত্তরের পাহাড়-সমতল। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। ভারী বৃষ্টি চলছে সিকিম ও ভুটান পাহাড়ে। প্রতিটি পাহাড়ি নদীর জলস্তর বাড়ছে। জলবন্দি বিস্তীর্ণ এলাকা। তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় ‘লাল’ সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক এবং কালিম্পংয়ের তিস্তা বাজারের উপর দিয়ে জলের স্রোত বইছে। সেভক ছাড়াও সিকিমের বিভিন্ন এলাকায় গাছ উপড়ে ও ভূমিধসে অবরুদ্ধ হয়েছে সড়ক।

ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের ৯ নম্বর গেটে নিচে আটকে গিয়েছে বিশাল আকারের গাছের গুড়ি। ডুয়ার্সের বীরপাড়া-গেরগেন্ডা সেতুর একাংশ ধসে গিয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে ছয়জন নির্মাণ শ্রমিক। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, শুক্রবার রাত ও শনিবার সকালে শনিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।