পুজোর আগে প্রধানমন্ত্রীর রাজ্য সফর নিয়ে জল্পনা ছিল আগেই। এবার সেই সফর সম্পর্কে নিশ্চিত খবর মিলল। তবে কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। আগামী সপ্তাহে কলকাতায় সেনার এক অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গী ‘সুপারস্পাই’ অজিত ডোভাল। একইদিনে মোদি-ডোভালের সঙ্গে কলকাতায় আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। তিনজনই যোগ দেবেন ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর অনুষ্ঠানে। অপারেশন সিঁদুরের পর এরাজ্যে মোদি, ডোভাল, রাজনাথের এই অনুষ্ঠানে যোগদান বেশ গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে।
প্রতিবেশী বাংলাদেশ এখনও শান্ত হয়নি। মাঝেমধ্যেই সেখানে হিন্দু নির্যাতন থেকে শুরু করে সীমান্ত লাগোয়া এলাকায় অশান্তির ঘটনা ঘটছে। এই মুহূর্তে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল নেপাল। এসসিও সম্মেলনে চিন-ভারতের বৈঠকের পর চিন সীমান্তে অনেকটা স্থিতি ফিরেছে। তা সত্ত্বেও উত্তরপূর্বের সীমান্ত সুরক্ষায় বরাবর নজর কেন্দ্রের। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সূত্রে খবর, ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর বিশেষ অনুষ্ঠান যৌথবাহিনীর কমান্ডারদের (Combined Commanders’ Conference) সম্মেলন রয়েছে। তাতে যোগ দিতেই ১৫ তারিখ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের কলকাতায় আসা বলে জানা যাচ্ছে।

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি