ইন্ডিয়া জোটে তৃণমূল আর কংগ্রেস কাছাকাছি, রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বৈঠক। দিল্লির এই হাওয়া বুঝেই সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার উল্লেখিত হল ছাত্র পরিষদের মঞ্চে। তবে কি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে এবার কংগ্রেস আর তৃণমূলের নতুন সমীকরণ? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করল।
যদিও এই মঞ্চ থেকেই প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার ফের ২৯৪ আসনে লড়াইয়ের কথা বলে দাবি করেছেন বাংলায় শিল্প ফেরাতে। পাশাপাশি ছাত্র-যুবর উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে কর্মসংস্থান বাড়িয়ে বাংলাকে শক্তিশালী করার লক্ষ্যেও কংগ্রেস সব আসনে প্রার্থী দিয়ে একাই লড়বে বলে জানান তিনি। সিপিএম আমলে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গ তুলে সিপিএমকে দুষতে দেখা গেল শুভঙ্করকে।

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি