
দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় দলের রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে আমন্ত্রণ না পেয়ে দিল্লির শীর্ষ নেতৃত্বকে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। গেরুয়া শিবির সূত্রে খবর, মোদির সভা মঞ্চে কারা ছিলেন, কোন নেতারা ভাষণ দিয়েছেন, বিস্তারিত প্রধানমন্ত্রীর দপ্তরের (পিএমও) তরফে জানতে চাওয়া হয়। যাবতীয় তথ্য বিস্তারিত জানানো হয়েছে বঙ্গ বিজেপির তরফে। এ নিয়ে জলঘোলা চলছে যখন, তখন বঙ্গ বিজেপির কর্মসূচি থেকে কিছুটা দূরত্ব রেখে দিল্লিতে দুর্গাপুজো নিয়ে সক্রিয় হয়েছেন লকেট। সল্টলেকে বিজেপি আয়োজিত দুর্গাপুজোতেও সেরকম কোনও গুরুদায়িত্ব দেওয়া হয়নি দলের এই সেলিব্রিটি নেত্রীকে।
একাংশের কথায়, তাই তিনি দিল্লিতে শারোদৎসব নিয়ে মেতে উঠেছেন। রাজধানীতে বিজেপির সদর দপ্তরে দিল্লি প্রদেশ বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবা এবং পুজো কমিটিগুলির প্রতিনিধিদের সঙ্গে কয়েকদিন আগে বৈঠকও করেছেন লকেট। আবার দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে দেখাও করেন বিজেপি নেত্রী।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
শোভাবাজার সুতানুটি স্টেশনে দাঁড়িয়ে মেট্রো, বন্ধ মেট্রো চলাচল