
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে। ট্রাক্টর ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু একই পরিবারের এক শিশু-সহ তিনজনের। আহত আরও ২। তাঁদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তাঁরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
মৃতদের নাম পমি লেট ও কার্তিক লেট ও তৃষা লেট। তৃষার বয়স ৬বছর। পরিবার নিয়ে তারাপীঠে মা তারার মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন কার্ত্তিকবাবু। বাড়ি ফিরছিলেন টোটো করে। সেই সময় মল্লারপুর থানার অন্তর্গত মহুলা গ্রামের দিঘির পাড়ে দুর্ঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষ হয় ডাস্টবোঝাই ট্রাক্টরের সঙ্গে। রাস্তায় ছিটকে পড়েন টোটো যাত্রীরা। ট্রাকের তলায় পৃষ্ট হন শিশু-সহ তিনজন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুই জনকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বাকি দুই জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
More Stories
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন
আগামী ১০ তারিখ থেকে শিয়ালদহ-রানাঘাট শাখায় ছুটবে এসি লোকাল ট্রেন