
উইন্ডোজের অফিসের অন্দরে ভূরিভোজের আয়োজন। তবে এ যেমন তেমন ভূরিভোজের আয়োজন নয়। এই আয়োজনের সঙ্গে জড়িয়ে রয়েছে ‘রক্তবীজ ২’ ছবি মুক্তির আগের উদযাপন। এই বর্ষায় কবজি ডুবিয়ে ইলিশ মাছ আর খিচুড়ি দিয়ে হল সেই উদযাপন। কিন্তু হঠাৎ এহেন ভাবনা কেন এল ছবির দুই পরিচালকের?
আসলে এবার রক্তবীজ ২’ ছবিতে রয়েছে এমন একটি গান যার সঙ্গে জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে রূপোলি ফসল ইলিশ। এই ছবির একটি গান আসছে খুব শীঘ্রই। যে গান বেঁধেছেন সঙ্গীতশিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়। সেই গানের সঙ্গেই ইলিশের একটা যোগ রয়েছে। এবার সেই বিষয়কে সেলিব্রেট করতেই একটি খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সুরজিৎ চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, দেবলীনা কুমার-সহ আরও অনেকেই। উল্লেখ্য, এই গানে শোনা যাবে নব্য শিল্পীদের কণ্ঠ। তাঁরাও সামিল হয়েছিলেন এদিনের অনুষ্ঠানে।
More Stories
রাম রূপে রণবীর কাপুরকে দেখে রীতিমতো উচ্ছ্বসিত দর্শক
মা ও সন্তানের সম্পর্কের কথা বলবে অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘ডিয়ার মা’
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী