June 29, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশের পর কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

বকেয়া টাকা ফেরাতেই হবে”, ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশের পর কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মোদি সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ বললেন, কাজ শুরুর পাশাপাশি গত চারবছরের বকেয়া অবিলম্বে ফেরত দিতে হবে কেন্দ্রকে।

দীর্ঘদিন ধরে রাজ্যে বন্ধ ১০০ দিনের কাজ। রাজ্যের তরফে বারবার অভিযোগ করা হয়েছে, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না। বকেয়া চেয়ে একাধিকবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। তাতে লাভ হয়নি। পরবর্তীতে রাজ্যের তরফে শ্রমিকদের টাকা দেওয়া হয়। কর্মদিবস তৈরি করে নতুন করে শ্রমিকদের কাজ দেওয়া হয় রাজ্য সরকারে উদ্যোগে। এসবের মাঝেই বুধবার রাজ্যে বন্ধ থাকা ১০০ দিনের প্রকল্প চালু করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশে স্বাভাবিকভাবেই খুশি শাসকদল তৃণমূল। কিন্তু এতেই সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, অবিলম্বে কেন্দ্রকে বকেয়া টাকা ফেরাতে হবে।