প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ‘সরাসরি যুক্ত’ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে তাঁকে জামিনে মুক্তি দিলে নষ্ট হতে পারে তথ্যপ্রমাণ। এই যুক্তিতে বৃহস্পতিবারও সিবিআইয়ের মামলায় জামিন পেলেন না পার্থ।
গত ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন গত অক্টোবরে। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন। তবে সিবিআইয়ের মামলায় বারবার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। গত ৩ এপ্রিল ছিল এই মামলার শেষ শুনানি। গত ১১ এপ্রিল এই মামলায় রায় ঘোষণার কথা ছিল। তবে ওইদিন বিচারক অনুপস্থিত ছিলেন। এরপর বৃহস্পতিবার ছিল মামলার শুনানি। শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে পার্থর জামিনের আবেদন করা হয়। তবে তাতে লাভ হল না। জামিনের আবেদন খারিজ করল আদালত।

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী