গুজরাটে ভয়াবহ দুর্ঘটনা। সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ মৃত্যু হয়েছে ৬ জনের। মৃতেরা সকলেই অটোর যাত্রী। পুলিশ জানিয়েছে, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে অটোতে। তাতেই বিপত্তি ঘটে যায়। বাস চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, অন্য বাসের সঙ্গে রেষারেষি চলছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ পাটন জেলার সামি গ্রামের কাছে সামি-রাধাপুর সড়কে দুর্ঘটনাটি ঘটে। সরকারি বাসটি গুজরাটের হিম্মতনগর থেকে কচ্ছের যাচ্ছিল। সামি-রাধাপুর সড়কে উলটো দিক থেকে আসছি যাত্রীবোঝাই একটি অটো। স্থানীয় মানুষের দাবি, অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এরপরেই সেটি উলটো দিক থেকে আসা একটি অটোতে সরাসরি ধাক্কা মারে।

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি