April 19, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ওয়াকফ সংশোধনী আইনের বিরোধীতায় অগ্নিগর্ভ মুর্শিদাবাদ

ওয়াকফ সংশোধনী আইনের বিরোধীতায় অগ্নিগর্ভ মুর্শিদাবাদ। আন্দোলনের নামে সেখানে দিকে দিকে চলছে ‘গুন্ডামি’। মুর্শিদাবাদ ছাড়াও আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে অন্যান্য জেলাগুলিতেও। যদিও প্রশাসনের তৎপরতায় আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই প্রেক্ষাপটেই মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের একটি প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়, মুর্শিদাবাদে হিংসার নেপথ্যে রয়েছে বাংলাদেশি দুষ্কৃতীরা। এরপরই আজ, বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের সমাবেশে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে তিনি আক্রমণ শানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। মুখ্যমন্ত্রীর তোপ, মুর্শিদাবাদে অশান্তিতে বাংলাদেশি দুষ্কৃতীরা জড়িত হলে দায় নিতে হবে মোদি সরকারকে।

শাহকে নিশানা করে মমতার অভিযোগ, “একটি সংবাদ মাধ্যমের ভিডিওতে দেখছিলাম স্বরাষ্ট্রমন্ত্রকের একটি রিপোর্ট বলছে, মুর্শিদাবাদের অশান্তিতে বাংলাদেশি দুষ্কৃতীরা জড়িত। তাহলে সেটা কার দায়? সীমান্ত পেরিয়ে যে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে, তার জন্য দায়ী কে?”