April 19, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

আগামী দু’মাস তীব্র দহনজ্বালা

আগামী দু’মাস তীব্র দহনজ্বালা। যদিও শেষ চৈত্রে উষ্ণতার মাত্রাছাড়া বৃদ্ধি বুঝিয়ে দিয়েছে, কতটা প্রখর হতে চলেছে গ্রীষ্ম। পয়লা বৈশাখ থেকেই আগুন ঝরবে বঙ্গে নাকি নববর্ষের প্রথম দিনের আবহাওয়া কিছুটা স্বস্তি দেবে, তা নিয়ে কৌতুহল তুঙ্গে বঙ্গবাসীর। হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার অর্থাৎ পয়লা বৈশাখে ঝড়বৃষ্টির সম্ভাবনা খুব কম, তবে বুধবার থেকে তা ফের বাড়বে। ফলে বোঝাই যাচ্ছে, দাবদাহে যন্ত্রণার দিন আসন্ন।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১৬ এপ্রিল, বুধবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে। দক্ষিণ-পূর্ব মধ্যপ্রদেশ থেকে উত্তর-পূর্ব তেলেঙ্গানা পর্যন্ত তার বিস্তার। এই অক্ষরেখা বিদর্ভের উপর দিয়ে গিয়েছে। আরও একটি অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত, যেটি ছত্রিশগড়ের উপর দিয়ে গেছে। বিহার থেকে ওড়িশা পর্যন্ত আরেকটি অক্ষরেখা রয়েছে, যা ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে। এই ত্রিফলায় বঙ্গে ঝড়বৃষ্টির পরিস্থিতি বদলে যাচ্ছে। কোথাও বৃষ্টি, কোথাও আবার শুষ্ক আবহাওয়া।