September 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

একের পর এক বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের

কথায় যেন আর লাগাম পড়ছেই না। একের পর এক বিতর্কিত মন্তব্য করে ছাব্বিশের আগে বঙ্গ রাজনীতির পারদ চড়িয়েই চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মহিলাদের ‘বাপ, চোদ্দ পুরুষ’ তুলে আক্রমণ করার পর এবার তাঁর মুখে ‘পুতনা’ বাণ! খড়গপুরে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো মহিলাদের তুলনা করলেন মহাভারতের ‘পুতনা’ রাক্ষসীর সঙ্গে। বললেন, ”এই পুতনাদের বুকের উপর দিয়ে গাড়ি চালাব।” বুধবার নদিয়া গাংনাপুরে এক দলীয় সভায় এই মন্তব্যে করেন দিলীপ ঘোষ। তাঁর এই বচন নিয়ে ফের রাজনৈতিক মহলে স্বভাবতই সমালোচনা শুরু হয়েছে।

বুধবার নদিয়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। গাংনাপুরের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে উঠে আসে খড়গপুরে তাঁকে ঘিরে বিক্ষোভের প্রসঙ্গ। গত সপ্তাহে খড়গপুরে রাস্তা উদ্বোধনে গিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। তাতে মেজাজ হারিয়ে মহিলাদের উদ্দেশে ‘বাপ’, ‘চোদ্দ পুরুষ’ তুলে গালিগালাজ করেন।