আর একবছর পর রাজ্যে বিধানসভা ভোট। বঙ্গ বিজেপি ভোটের প্রস্তুতিও শুরু হয়েছে। এবার সাংগঠনিক কাজকর্ম খতিয়ে দেখতে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিনের সফরসূচিতে তিনি কলকাতায় আসবেন। আজ রবিবার এই কথা জানা গিয়েছে। শাহ গেমপ্ল্যানের পরই কি বাংলা নববর্ষ কাটলে ভোটের জন্য ঝাঁপাবে বঙ্গ বিজেপি? সেই চর্চাও শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে।
রবিবার বঙ্গ বিজেপির তরফে সল্টলেকে কোর কমিটির বৈঠক বসেছিল। রাজ্যে দলের ব্যাটন আগামী দিনে কার হাতে থাকবে? তাই নিয়ে জোর চর্চা চলছে। দলের পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন? তাই নিয়ে গুঞ্জন হচ্ছে। তারই মধ্যে জানা গেল, এবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় নেতা অমিত শাহ। চলতি মাসের শেষ দিকে রাতে অমিত শাহ কলকাতা আসবেন বলে প্রাথমিক খবর।

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি