চার বছর আগেই কিরণের সঙ্গে জীবনের পথ আলাদা হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, ঠিকানা বদলেছে আমিরের মন। নতুন মানুষের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন মিস্টার পারফেক্টশনিস্ট। তবে একেবারে অন্তরালে রহস্যময়ী। নাম শোনা গেলেও, তাঁকে দেখা যায়নি। নতুন প্রেমিকাকে পাশে নিয়ে ৬০ তম প্রাক্ জন্মদিন উদযাপন করলেন আমির। তবে সে ছবি প্রকাশ্যে আসেনি।
শুক্রবারই জন্মদিন আমিরের। এবার আবার ৬০ তম জন্মদিন বলে কথা! তাই সেলিব্রেশনও বেশ জমকালো। বুধবার রাতেই তাঁর বাড়িতে শাহরুখ, সলমন খানরা যান। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের বন্ধুদের সঙ্গে প্রাক্ জন্মদিন উদযাপনে মাতেন আমির। ওই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন নতুন প্রেমিকা গৌরী। তবে পাপ্পারাৎজিকে ছবি প্রকাশ্যে আনতে বারণ করেন আমির। অভিনেতার আবদার অবশ্য শোনেন সকলেই।

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়