February 22, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বদলে গিয়েছে আবহাওয়া

বদলে গিয়েছে আবহাওয়া। বসন্তে বৃষ্টিপাত পশ্চিম বর্ধমানে। সকাল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে। ফলে ফের বাড়তে শুরু করেছে ঠাণ্ডার প্রকোপ। শুধু পশ্চিম বর্ধমান নয়, একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টিতে রবি শস্যের ক্ষতির আশঙ্কা রয়েছে। আলু চাষে সবচেয়ে বেশি ক্ষতি হবে বলে মনে করছেন কৃষি বিজ্ঞানীরা।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখা রয়েছে। সক্রিয় জোড়া ঘূর্ণাবর্তও। রাজ্যের চার জেলা-বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আগাম সতর্কতা ছিলই। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে। বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আজ, বৃহস্পতিবার ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। আপাতত একটানা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়েও। বৃষ্টিপাত চলবে দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায়।