কালিয়াচকে একটি পরিত্যক্ত এলাকা থেকে উদ্ধার বেশ কিছু পরিমান বোমা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সকালে কালিয়াচকের নারায়ণপুরে একটি পরিত্যক্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘরে। সেখান থেকেই উদ্ধার করা হয় পাঁচ জার ভর্তি বোমা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকাজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালিয়াচক থানার বিশাল পুলিশবাহিনী। এরপরই খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। সূএের খবর, কে বা কারা স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত ঘরে এই বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। বারবারই বোমাগুলি নিয়ে দুষ্কৃতীদের তাণ্ডবের শিকার হতে হয়েছে কালিয়াচকের সাধারণ মানুষকে। এদিন বিপুল পরিমানে বোমা উদ্ধার হওয়ায়, আতঙ্কিত এলাকাবাসী। জানা গিয়েছে,ইতিমধ্যেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।