April 17, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন

দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন! রবিবার থেকে বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার পর্যন্ত দুই-তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

ফের আছড়ে পড়ছে পশ্চিমী ঝঞ্ঝা। বাধা প্রাপ্ত উত্তুরে হাওয়া। যার জেরে দক্ষিণবঙ্গে পারদ চড়বে। সোম, মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তবে হাওয়া অফিস সূত্রে খবর, ফের বুধবার থেকে পারদ নামতে শুরু করবে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই পাঁচ জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।