নভেম্বর শেষের পথে। এখনও জাঁকিয়ে শীতের দেখা তো মেলেনিই, উলটে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আজ অর্থাৎ বুধবার অতি গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড় ফেনজলে। যার প্রভাবে বৃষ্টির আশঙ্কা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মত উপকূলের জেলায়। উপকূল ও সংলগ্ন জেলায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে পশ্চিমের দিকে জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে।
শীতের আমেজে হঠাৎ ছন্দপতন! কলকাতা-সহ একাধিক জেলায় বাড়ল তাপমাত্রা। শীতের ঝোড়ো ইনিংসের পথে নতুন বাধা হতে চলেছে ঘূর্ণিঝড় ‘ফেনজল’! এমনই ইঙ্গিত হাওয়া অফিসের পূর্বাভাসে। জানা যাচ্ছে, খুব কম শক্তিশালী ঘূর্ণিঝড় হতে চলেছে এই ফেনজল। শনিবার নাগাদ তা স্থলভাগে আছড়ে পড়তে চলেছে। তার প্রভাবে সামান্য বৃষ্টি হবে কোথাও কোথাও। তা উত্তুরে হাওয়া প্রবেশের পথে বাধা। এদিকে, বৃহস্পতিবার তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী।

More Stories
সাতসকালে কলকাতায় ভূমিকম্প
শীতের দিনে ঘুরে দেখুন কলকাতা
রাতের শহরে ভয়াবহ দুর্ঘটনা