জীবনের বহু চড়াই-উতরাই, বন্ধুর পথ পেরিয়ে আজ তিনি বাদশা। শুধু সিনেদুনিয়া নয়, মানুষের মনেও রাজত্ব করেন তিনি। বার বার এই মানুষটি জীবনে ঘুরে দাঁড়ানোর পাঠ দিয়েছেন। এবার লায়ন কিং মুফাসার রাজ্যপাট সামলানোর গল্পের সঙ্গে নিজের মিল খুঁজে পেলেন শাহরুখ খান |
আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’। ‘দ্য লায়ন কিং’য়ের প্রিক্যুয়েলের নেপথ্যেও কণ্ঠ দিয়েছেন শাহরুখ খান। তবে এই পর্বে ‘কাহানি মে টুইস্ট’!বাবার পাশাপাশি কণ্ঠ দিয়েছে কনিষ্ঠপুত্র আব্রামও (AbRam Khan)। মাত্র ১১ বছর বয়সেই যে এটা বড় ব্রেক, তা আর আলাদা উল্লেখের প্রয়োজন হয় না। সেই ছবি মুক্তির প্রাক্কালে ছোট্ট ঝলকে শোনা গেল বাদশার ব্যারিটোন ভয়েস। যেখানে তাঁকে বলতে শোনা যায়, “এই গল্প এমন এক রাজার, যে সিংহাসনের প্রাচুর্যের বদলে একাকীত্ব পেয়েছে। তবে ওর মধ্যে একটা অদম্য জেদ বরাবরই ছিল। আর সেই জেদের জোরেই সে মাটি থেকে আকাশ ছুঁয়েছে।

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়