আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বহু প্রশ্ন তুলে দিয়েছে। বিশেষত স্বাস্থ্যবিভাগের নিরাপত্তা এবং দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ তুলেছে বিরোধী শিবির। এনিয়ে আন্দোলনও কিছু কম হয়নি। রাজ্য সরকারও এই সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। স্বাস্থ্যদপ্তরে বহু রদবদল করা হয়েছে। তা সত্ত্বেও বিরোধীদের প্রশ্নের শেষ নেই। এই পরিস্থিতিতে রাজ্য বিধানসভায় চলছে শীতকালীন অধিবেশন। আর বৃহস্পতিবার সেই অধিবেশন থেকে স্বাস্থ্যদপ্তরের সমস্ত প্রশ্নের জবাব দেবেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।
সদ্যসমাপ্ত ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার তাঁর শপথ। তাতে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন তিনি যাবেন রাঁচি, হেমন্তের শপথে অংশ নিতে। সূত্রের খবর, ওইদিন প্রথমার্ধ্বে বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তার পর রাঁচি যাওয়ার বিমান ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
More Stories
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী
বড়দিনে সেভাবে নেই শীতের আমেজ
মুখ্যমন্ত্রী সমস্ত গান এবার একসাথে শোনার সুযোগ