 
                ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ কাঁটা নেই। উত্তুরে হাওয়া প্রবেশ করেছে বঙ্গে। আর প্রথম স্পেলেই রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নামল হু হু করে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পুরুলিয়ায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াল, বীরভূমে ১৩ ডিগ্রি। এদিকে কলকাতাতেও মঙ্গলবার তাপমাত্রার পারদ ১৮ ছুঁয়েছে। সোমবারের চেয়েও তা সামান্য কম। শীত আগমনের প্রাক্কালে সপ্তাহভর এমনই মনোরম পরিবেশ থাকবে বঙ্গে। বলছেন আবহবিদরা।
উৎসবের মরশুম শেষ হতে না হতেই বঙ্গে বেশ ঠান্ডার আমেজ টের পাওয়া যাচ্ছিল। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ পতন হচ্ছিল হু হু করে। বিশেষত পুরুলিয়া, বাঁকুড়ায় তাপমাত্রা দশের কাছাকাছি নেমেছিল। কলকাতাতেও ২০ ডিগ্রির নিচে তাপমাত্রা দেখা গিয়েছিল। মাঝ নভেম্বরে বাংলার হাওয়ায় এমন পরিবর্তন শেষ কবে দেখা গিয়েছিল, মনে করতে পারছেন না। তবে এত আয়োজন করেও শীত কিন্তু এখনও বেশ খানিকটা দূরে। সপ্তাহের প্রথম দিন এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বলা হচ্ছে, পুরোপুরি শীতকাল আসতে আরও দেরি |

 
                                         
                                         
                                         
                                        
More Stories
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা
বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি
শনিবার রাতে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি