
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা। আচমকা নবান্ন চত্বরে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে হাজির এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড। ইতিমধ্যেই ওই ব্যক্তিতে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কনভয়ের সামনে চাকরি ও টাকার দাবিতে চিৎকার করেন ধৃত ব্যক্তি।
সোমবার নবান্নে বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেরনোর সময় আচমকাই তাঁর কনভয়ের সামনে হাজির হন ওই ব্যক্তি। স্বাভাবিকভাবেই হইচই শুরু হয়। পুলিশ, নিরাপত্তারক্ষীরা তাঁকে সরানোর চেষ্টা করেন। এদিকে চাকরি ও টাকার দাবিতে সুর চড়াতে থাকেন ব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। নবান্ন চত্বর থেকেই তাঁকে আটক করে পুলিশ। নিয়ে যাওয়া হয়েছে থানায়। কেন এই ঘটনা, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়