December 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

চোখে অষ্টমবার অস্ত্রোপচার অভিষেকের

Kolkata, Aug 29 (ANI): TMC General Secretary Abhishek Banerjee addresses during Trinamool Congress Chhatra Parishad foundation day celebrations, in Kolkata on Monday. (ANI Photo)

আট বছর আগেকার এক দুর্ঘটনার যন্ত্রণা বইতে হচ্ছে এখনও। জাতীয় সড়কে গাড়ি উলটে সেবার আঘাত লেগেছিল প্রধানত বাঁ চোখে। বিদেশে বেশ কয়েকবার অস্ত্রোপচারও হয়েছে। তার প্রতিটিই জটিল। কিন্তু কোনও অপারেশনই ‘শেষ’ নয়। এবছর তাঁর চোখে হয়ে গেল অষ্টম অস্ত্রোপচার। তা অন্তিম কিনা, এখনও জানা নেই। তবে চোখ আগের চেয়ে অনেকটাই ভালো আছে। বৃহস্পতিবার, জন্মদিনে কালীঘাটের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেসব অভিজ্ঞতার কথা শোনালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাতেই স্পষ্ট হল, কতটা জটিলতা রয়েছে তাঁর আঘাতপ্রাপ্ত চোখে।

২০১৬ সালের অক্টোবর মাসে রাজনৈতিক কর্মসূচি থেকে ফেরার পথে মুর্শিদাবাদের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাতীয় সড়কের উপর তাঁর গাড়ি উলটে যায়। বাঁ চোখে গুরুতর আঘাত লেগেছিল অভিষেকের। তখন তাঁর বয়স মাত্র ২৯ বছর। প্রথমে কলকাতার এক নার্সিংহোমে চিকিৎসা হয়। তবে তার পরও সমস্যা থাকায় অভিষেক বিদেশে গিয়ে চিকিৎসা করান।