এবার পুজোয় সম্ভবত জেলেই কাটাতে হবে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থর জামিন মামলার এখনই নিষ্পত্তি হওয়া সম্ভব নয় বলেই জানাল কলকাতা হাই কোর্ট। আগামী সোমবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর পার্থর জামিন মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টে। তাঁকে প্রভাবশালী বলে উল্লেখ করে আরও এরবার জামিনের বিরোধিতা করে সিবিআই। তাঁকে মুক্তি দিলে মামলা প্রভাবিত হতে পারে বলেও দাবি করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। যদিও সেই দাবি উড়িয়ে দেন পার্থর আইনজীবী। তিনি দাবি করেছিলেন, তাঁর মক্কেল বর্তমানে আর রাজ্যের মন্ত্রী নন। কোনও রাজনৈতিক প্রভাবশালী নেতাও তাঁর পাশে নেই। তাই তাঁর বিরুদ্ধে ওঠা প্রভাবশালী তকমা দেওয়া ঠিক নয়।

More Stories
সাতসকালে কলকাতায় ভূমিকম্প
শীতের দিনে ঘুরে দেখুন কলকাতা
রাতের শহরে ভয়াবহ দুর্ঘটনা