পুজোর গন্ধ। হিমের পরশ। তাতেই যত প্রেমের আশকারা। নতুন প্রেমের প্রশ্রয়, পুরনো প্রেমের হারানো সুর ফিরে পাওয়া। প্রেমের এই সুর ফিরল ঋতুপর্ণা সেনগুপ্তর জীবনে। অফস্ক্রিনে মনের মানুষ অনেকদিন আগেই পেয়ে গিয়েছেন নায়িকা। এবার পুরনো প্রেম ফিরে পেলেন অনস্ক্রিনে।
সমু মিত্র ক্রিয়েশন প্রযোজিত ও সমু মিত্র পরিচালিত মিউজিক ভিডিও ‘দুর্গা পুজো সবার’। পুজোর গান গেয়েছেন শান। দেবীপক্ষে প্লুটো মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে নতুন এই মিউজিক ভিডিও। তাতেই অভিনয় করেছেন ঋতুপর্ণা। ভিডিওর গল্পে অভিনেত্রীর চরিত্রের নাম পূর্ণা। বিদেশ থেকে কলকাতায় এসেছে দুর্গাপুজো উদযাপন করতে। পরিবার, বন্ধু-বান্ধব, আর সঙ্গে পুরনো প্রেমের নতুন করে ফিরে আসা। সবমিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ।

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়