September 16, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

দেবিপক্ষের সূচনায় মাতৃ শক্তির আরাধনায় মগ্ন মিমি

দেবীপক্ষের শুরু। মহালয়ার পুণ্য তিথিতে আমজনতা থেকে সেলেব, সকলেই মাতৃশক্তির আরাধনায় মগ্ন। চলতি বছর পুজোর প্রস্তুতি খানিক ম্লান হলেও শেষমেশ কালের নিয়মে শারদোৎসব কড়া নেড়েছে। সেই আবহেই মিমি চক্রবর্তীর প্রার্থনা, “অশুভ শক্তির বিনাশ করে শান্তি নিয়ে এসো মা।”

মহালয়ার সন্ধেয় রঙিন শারোদৎসবের ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানেই সকলের মঙ্গলকামনা করলেন মিমি। ক্যাপশনে লিখেছেন, “মা এসো, অশুভ শক্তির বিনাশ করে, শান্তি নিয়ে এসো মা। সুবিচার নিয়ে এসো মা। শুভ হয় যেন সবার পুজো। রক্ষা কর মা। শুভ মহালয়া।” বলাই বাহুল্য, দিন কয়েক আগেও উৎসবে ফেরা নিয়ে নেটপাড়া দ্বিখণ্ডিত ছিল। মহালয়ার দিনও তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে মহামিছিল বেরিয়েছে। তবে আর যাই হোক, মন খারাপ থাকলেও সাধারণ মানুষের শপিংয়ের ভিড়ই বলে দেয় উৎসবের মরশুমে শামিল তাঁরাও। সেই আবহেই মায়ের কাছে সুবিচার চাইলেন মিমি চক্রবর্তীও। শুধু তাই নয়, সব ক্লেশ, দুঃখ-কষ্ট ভুলিয়ে দিয়ে মা যেন শান্তির আবহ নিয়ে আসেন, সেই প্রার্থনাও করেছেন অভিনেত্রী।