
রেলযাত্রীদের জন্য বড় সুখবর। এবার আজিমগঞ্জ–কাশিমবাজার এবং আজিমগঞ্জ–কৃষ্ণনগর সিটি জংশনের মধ্যে চারটি নতুন MEMU যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করতে চলেছে পূর্বরেল। রেল সূত্রে খবর আগামী ৪ অক্টোবর ২০২৪ থেকেই এই পরিষেবা চালু হতে চলেছে। নতুন এই পরিষেবায় আজিমগঞ্জ ও কাশিমবাজারের মধ্যে প্রতিদিন তিন জোড়া MEMU যাত্রীবাহী ট্রেন চলবে এবং আজিমগঞ্জ ও কৃষ্ণনগর সিটি জংশনের মধ্যে প্রতিদিন এক জোড়া MEMU যাত্রীবাহী ট্রেন চলবে।
এই পরিষেবাগুলি যাত্রীদের জন্য যোগাযোগের মাধ্যম হিসেবে খুবই কার্যকরী হবে বলেই মনে করছে পূর্ব রেল কর্তৃপক্ষ। ভাগীরথী নদী মুর্শিদাবাদ-আজিমগঞ্জ অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী মাধ্যম হিসেবে কাজ করে। নতুন এই ট্রেন পরিষেবা নদীর দুই প্রান্তের মানুষের মধ্যে নতুন সংযোগ প্রদান করবে বলেই দাবি পূর্ব রেল কর্তৃপক্ষের। মানুষের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হয়েছে, যা যাতায়াতের সময় কমিয়ে দেবে এবং স্থানীয় ব্যবসা ও বাণিজ্যকে উৎসাহিত করবে। এই নতুন ট্রেনের পরিষেবার ফলে আজিমগঞ্জ ও কাশিমবাজার (মুর্শিদাবাদ হয়ে) এবং কৃষ্ণনগর ও আজিমগঞ্জ (মুর্শিদাবাদ হয়ে) -এর মধ্যে নতুন পরিষেবা চালু হচ্ছে। এই পরিষেবাগুলি অঞ্চলটির রেল যোগাযোগ ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য ভূমিকা নেবে।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়