আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের ঘটনার পর নাকি পরিবারকে টাকার ‘অফার’ দেওয়া হয়েছিল। এবং তা দেওয়া হয়েছিল পুলিশেরই তরফে। আবার পরিবারের একাংশের দাবি, কোনও টাকার কথা বলা হয়নি। সম্প্রতি নির্যাতিতার পরিবারের সাংবাদিক বৈঠক ঘিরে এনিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এবার সেই বিভ্রান্তি নিয়ে মুখ খুললেন তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ। তাঁর কথায়, ”টাকা কিংবা টাকা নয়, দুরকম ভিডিওই প্রকাশ্যে। কৌতূহল, টাকার অভিযোগটা সিবিআইকে দেওয়া বয়ানে ছিল কি না।”
হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার প্রায় একমাস হতে বসেছে। তদন্ত করছে সিবিআই। তবে এখনও পর্যন্ত তদন্তে তেমন অগ্রগতি চোখে পড়েনি। তা নিয়ে ক্ষোভ বাড়ছে সব মহলেই। এই আবহে নির্যাতিতার পরিবারের কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে।
More Stories
মুম্বাইতে আজ উন্মোচন হল জিও ওয়ার্ল্ড প্লাজা
বিষিয়েছে বাতাস! রাজধানীতে নিশ্বাস নেওয়াই দুষ্কর
আর জি কর মামলা অন্য রাজ্যে স্থানান্তরের প্রস্তাব দিয়ে কড়া ধমক খেলেন বর্ষীয়ান আইনজীবী মহেশ জেঠমালানি