ফের নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে। এ সপ্তাহের শেষের দিকেই নিম্নচাপের সম্ভাবনা। এর ফলে বৃষ্টি এবং আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গে। বুধবারের পর থেকেই আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা | বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা। খুব হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে দু-এক জেলার কয়েক জায়গায়। বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্র শনি রবি বার সেই বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
মাসের শুরুতেই সুখবর। দক্ষিণবঙ্গের আকাশ থেকে মেঘ প্রায় কেটেছে। আপাতত রোদ ঝলমলে আবহাওয়া। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই গোটা রাজ্যে। আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে, তাও অল্প সময়ের জন্য। সোমবার, সপ্তাহের প্রথম দিন এমনই সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর।

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী