January 29, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

দেবাশীষ সোমের বাড়িতে তল্লাশি

বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি। আর তার পরই ফরেনসিক বিশেষজ্ঞ দেবাশিস সোমের গন্তব্য নিজাম প্যালেস। দেবাশিসবাবু আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ‘ঘনিষ্ঠ’ বলেই জানা গিয়েছে। বিকেল চারটে নাগাদ নিজের গাড়ি চড়ে সস্ত্রীক দেবাশিস সোম কেষ্টপুরের বাড়ি থেকে বেরন। তাঁর পিছনে ছিল সিবিআইয়ের গাড়ি। এর পর সোজা নিজাম প্যালেসে গিয়ে ঢোকেন তাঁরা। দেবাশিসের বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সিবিআই আধিকারিকদের হাতে এসেছে কিনা, তা অবশ্য এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, আর জি করের প্রাক্তন সুপার আখতার আলির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাই কোর্ট। ওই মামলায় নাম রয়েছে দেবাশিসেরও। তাই সে কারণেই দেবাশিসকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।