November 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা চার জেলায়। আগামী এক থেকে দু-ঘন্টায় নিবিড় বৃষ্টির সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা বজ্রপাতের। সর্তকতা আলিপুর আবহাওয়া দফতরের। নিম্নচাপের জেরে রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী ২৪ ঘণ্টায়।

নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে রাজ্যজুড়ে। বিভিন্ন এলাকা রীতিমতো জল থইথই অবস্থা। কবে বৃষ্টি থামবে সেই অপেক্ষায় সকলে। হাওয়া অফিস সূত্রে খবর, এখনই রেহাই মিলবে না বৃষ্টি থেকে। মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপ ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে। ঝাড়খণ্ড থেকে সরে তা উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও সরে রাজস্থান হয়ে গুজরাট পৌঁছবে। সেখানে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে আরবসাগরের নিম্নচাপের সঙ্গে মিলবে |