হঠাৎই সোশাল মিডিয়ায় রটে গেল অক্ষয় কুমার মারা গিয়েছেন! এমনকী, ভুয়ো একটি ভিডিও ছড়িয়ে পড়ল সোশাল মিডিয়ায়। আর তার পরেই অক্ষয়ের কাছে একের পর এক ফোন। শোকবার্তার ছড়াছড়ি। অবশেষে বিরক্ত হয়ে মুখ খুললেন অক্ষয়।
এমনিতেই অক্ষয়ের একের পর এক ছবি ফ্লপ। বক্স অফিসে কিছুতেই ম্যাজিক দেখাতে পারছেন না তিনি। যে অক্ষয়ের হাত ধরে একের পর এক ব্লকবাস্টার দেখেছে বলিউড, সেই অক্ষয়ের ছবি একেবারেই চলছে না। গুঞ্জন বলছে, অক্ষয়ের একের পর এক ফ্লপের কারণেই মৃত্যুর খবর রটেছিল। তবে এই মৃত্যুসংবাদ পেয়ে একেবারেই চুপ থাকেননি তিনি। বরং ট্রোলারদের কড়া জবাব দিয়েছেন। অক্ষয়ের কথায়, ‘আমি মরিনি, এখনও বেঁচে আছি!’

                                        
                                        
                                        
                                        
More Stories
অসুস্থ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়
বিধানসভায় গিয়ে নতুন ৬ বিধায়ককে শপথ পড়াবেন খোদ ‘আগ্রহী’ রাজ্যপাল
চলতি সপ্তাহেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে