
রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বিরোধীদের নিশানা করেছেন। তাঁর মুখে এদিন উঠে এসেছে চোপড়া ও সন্দেশখালির প্রসঙ্গ। তিনি পশ্চিমবঙ্গে মহিলাদের ওপরে অত্যাচার নিয়ে বিরোধী দলগুলির নিন্দা করেছেন।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও-র উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, রাজ্যে এক মহিলাকে প্রকাশ্যে মারধর করা হয়েছে। কিন্তু সেই সময় লোকের ছবি তোলায় ব্যস্ত ছিল। সাহায্যের জমন্য চিৎকার করলেও কেউ তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেনি।
প্রধানমন্ত্রীর বক্তৃতায় এদিন উঠে এসেছিল সন্দেহখালির প্রসঙ্গও। সেখানে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে অনেক মহিলাকে নির্যাতনের অভিযোগ উঠেছিল লোকসভা নির্বাচনের আগে। সন্দেশখালির নারী নির্যাতন নিয়ে সারা দেশ তোলপাড় হয়েছিল। পাশাপাশি, রাজ্যসভায় প্রধানমন্ত্রী বলেছেন, সন্দেশখালির ঘটনা ছিল নার্ভ র্যাকিং। কিন্তু সেখানে বিরোধীদের কণ্ঠ শোনা যায়নি। তিনি কটাক্ষ করে বলেছে, এর থেকে লজ্জার আর কী হতে পারে। বিষয়টি নিয়ে নীরবতা পালনের জন্য প্রধানমন্ত্রী বিরোধীদলের নেতাদের আক্রমণ করেন।
More Stories
জিওর নয়া সংযোজন
রিলায়েন্স নিয়ে এলো জনপ্রিয় ফ্যাশন ফ্যাক্টরি
রথযাত্রার উপলক্ষে পুরী জেলা প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় রিলায়েন্স